মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার: প্রবাসে ঐকমত্য গড়ার লক্ষ্যে লন্ডনে মত বিনিময় সভা
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন: গত মঙ্গলবার ২৯ অক্টোবর সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বর্তমান ক্লান্তিকালে লন্ডন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ -উৎকণ্ঠা বাড়ছে । সে উদ্বেগ -উৎকণ্ঠা সামনে রেখে কিভাবে আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে প্রবাসীদের মধ্যে ঐক্য গড়ে বাঙ্গালী জাতীয়তাবাদের আদর্শ সংরক্ষন করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে আমাদের ভৃমিকা পালন করতে পারি সে লক্ষ্যে উপস্তিত দেশপ্রমিক গুনিজণরা তাঁদের বক্তব্য, মন্তব্য, পরামর্শ ও প্রস্তাব রাখেন।
সভার শুরুতেই বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান অ্যাডভোকেট উপস্তিত সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশের চলমান কঠিন সময়ে দেশ মাতৃকার কল্যাণে আমদের দায়িত্ব পালনের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আমরা সমবেত হয়েছি। আপনাদের সকলের আলোচনাক্রমে ও মতামতের আলোকে গৃহীত সুচিন্তিত, সিদ্ধান্ত, পরামর্শ, প্রস্তাবগুলি আমাদেরকে আগামী দিনের চলার পথ সুন্দরভাবে প্রশস্ত করবে”।
এর পরে তিনি শাহ ফারুক আহমদকে আমন্ত্রণ জানান, গত ৫ আগষ্টের পর থেকে যে দুঃখজনক ঘটনাগুলি বাংলাদেশে ঘঠছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকের আয়োজন উপলক্ষ্যে কি কি করেছি তার পটভৃমি ব্যাখা করে বক্তব্য রাখার জন্য। শাহ ফারুক, তাঁর বক্তব্যে বিস্তারিত উপস্তিত সুধিজনদের কাছে তুলে ধরেন এবং তাদের মতামত জানানোর অনুরোধ রাখেন। এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ডাকসুর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের উদ্যোগে এবং লেখক গবেষক এডভোকেট শাহ ফারুক আহমেদ, সাবেক ভিপি কাউন্সিলর ইকবাল হোসেন, বি বি টি এর সভাপতি আবু হোসেন, সাংবাদিক গবেষক ডঃ আনসার আহমদ উল্লাহ ও কমিনিউটি এক্টিভিস্ট আলীমুজ্জামানের সহযোগিতায়।
অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে বিরাট সংখ্যক শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, পেশাজীবি, মুক্তিযোদ্ধা তথা সর্ব পেশার মানুষ উপস্থিত হন এবং তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
প্রবাসী জনগণকে মুক্তিযুদ্ধকালীন সময়ের মত একত্রিত করে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলে দেশ ও জাতিকে বর্তমান দুরবস্থা থেকে উত্তরনের কর্মসূচী গ্রহণের এবং আমাদের ঐক্যকে ধরে রাখার আহ্বান জানান উপস্তিত বক্তারা। তারা আশাবাদ ব্যক্ত করেন যাতে সময়ে সময়ে এ গ্রুপে সুধীজনরা তাঁদের বুদ্ধি বা বুদ্ধিবৃত্তিক অবদান ও মতামত তুলে ধরতে পারেন।
সভায় যারা সুচিন্তিত মতামত রেখে বক্তব্য রাখেন, তাঁরা হলেন সর্বজনাব সৈয়দ এনামুল ইসলাম, আনসার আহমদ উল্লাহ, সাবেক মেয়র সেলিম উল্লাহ, আবু হোসেন, সাহাব আহমদ বাচ্চু,কাউন্সিলার ইকবাল হোসেন ভিপি, লিপি ফেরদৌস, রুমি হক, উর্মি মাজহার, রুপি আমিন, নাজরাতুন নাঈম, মুজিবুল হক মনি অ্যাডভোকেট, হেলেন ইসলাম, মিফাতুল নূর, প্রশান্ত পুরকায়স্থ বিইএম, ধনন্জয় পাল, ব্যারিস্টার মন্জু, আহবাব মিয়া, স্মৃতি আজাদ, সাবেক মেয়র শহীদ আলী, শেখ নুরুল ইসলাম, সুলতানা আহমদ, মকসুদ আহমদ চৌধুরী সদরুল, আলিম উদ্দীন, বাবুল হোসেন, নীরু আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম খাঁন, সৈয়দ হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সত্যব্রত স্বপন, সাদ আহমদ, আব্দুল জলিল চৌধুরী, আহমদ লেলিন হক, মোরশেদ উদ্দীন আহমদ, বদরুল হক, সমিরুন চৌধুরী, প্রমুখ। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি সন্চালনায় ছিলেন জনাব দেওয়ান গৌস সুলতান এবং তাঁকে সহায়তা করেন জনাব আলীমুজ্জামান ।
আগামীতে প্রবাসীদের সাথে আরো যোগাযোগ করে আলোচনার মাধ্যমে ভবিষ্যত কর্মসূচি প্রণয়নের আহ্বান জানিয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।