মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক হাফিজ মজির উদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন:  যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের প্রবীন সংগঠক, বিশিষ্ট কমিউনিটি নেতা, লন্ডনস্হ বাংলাদেশ সেন্টারের অন‍্যতম প্রতিষ্ঠাতা সদস‍্য ও প্রাক্তন ভাইস-চেয়ারম‍্যান আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না  ইলাইহি রাজিউন)।  লন্ডন বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ মজির উদ্দিনের মৃত্যুসংবাদটি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ইং বাংলাদেশ সময় সকাল ১০ টায় সিলেটের নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর।

তিনি ৪ ছেলে, ৩ মেয়ে এবং নাতি-নাতনী সহ অনেক গুনগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের দেশের বাড়ী গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাঘির ঘাট গ্রামে।

প্রয়াত মজির উদ্দিন কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘ ১৬ বৎসর বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন সিলেট এর ইউ কে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস‍্য ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে একজন প্রবাসী সংগঠক হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন যার দরুন বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ সেন্টার কর্তৃক সম্মাননা লাভ করেন।

হাফিজ মজির উদ্দিনের দেশের বাড়ী গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাঘির ঘাট গ্রামে। লন্ডনের সাউথ ওডফোর্ডে স্বপরিবারে বসবাস করতেন তিনি।

প্রয়াত মজির উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো: হরমুজ আলী এবং সাধারন সম্পাদক নূরুল ইসলামসহ কার্যকরী পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ওয়েলফেয়ার  নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকেও হাফিজ মজির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

You might also like