মুক্তিযুদ্ধের বাংলাদেশ লুটেরা দূর্নীতিবাজদের নয়-ন্যাপ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হলেও ধনী ও গরিবের বৈষম্য বেড়েছে।রাজনীতিতে নীতি,আদর্শ,সততা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে । বৈষম্য রেখে উন্নয়নের স্লোগান দিয়ে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়না।মুক্তিযুদ্ধের বাংলাদেশ লুটেরা, দুর্নীতিবাজ, কর্তৃত্ববাদী দের নয় । সাধারণ মানুষের প্রকৃত অর্থনৈতিক মুক্তি, নিরাপদে শান্তিতে জীবনযাপনের নিশ্চয়তাসহ মুক্তিযুদ্ধের বাংলাদেশকে খুঁজে পেতে গণতন্ত্রের চর্চা এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে হবে।

আজ ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত “মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯ বছর” শীর্ষক আলোচনা সভায় কেন্দ্রীয় ন্যাপ নেতৃবৃন্দ এ কথা বলেন। ন্যাপ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সাধারন সম্পাদক সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট এনামুল হক। সভা সঞ্চালনা করেন হাসান কমরুন ।সভায় বক্তাগণ আরো বলেন, রাজনীতি আজ অসৎ ব্যবসায়ী, স্বার্থান্বেষী ও দুষ্ট চক্রের হাতে বন্দি। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং চেতনার কথা যারা উপলব্ধি করতে পারেন তাদেরকে সুস্থ ধারার রাজনীতিকে অগ্রসর করে নিতে হবে।
বাংলাদেশে এক অপার সম্ভাবনার দেশ । প্রকৃত গণতন্ত্রের চর্চা ও সুস্থ ধারার রাজনীতির বিকাশ হলে উন্নয়নের ক্ষেত্রে পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে ।

মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারে।আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাপ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এম এ ওহাব, পরিতোষ দেবনাথ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, নাসিমা হক রুবি, সাইফুল আলম মামুন, এডভোকেট আওলাদ হোসেন, গোবিন্দ চন্দ্র সাহা, কবি মোহাম্মদ সেলিম, জাভেদ আহমেদ বাবু, এডভোকেট বেলাল হোসেন, সোহেল উদ্দিন তালুকদার টুটুল, গোলাম নবী মিঠু, মাহবুব আলম, ছাত্র নেত্রী শামীরা আক্তার ও ফারিস্তা তাসফিয়া খান। সভায় গণসঙ্গীত পরিবেশন করেন মোস্তফা মাহমুদ এবং কবিতা পাঠ করেন মোহাম্মদ লাট ভাই।

You might also like