মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে :প্রতিমন্ত্রী মাহবুব আলী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, অন্য ধর্মের প্রতি সকল মানুষকে শ্রদ্ধাশীল থাকতে হবে। সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল সকল মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন। মুক্তিযুদ্ধে সবধর্মের মানুষ রক্ত দিয়েছে। তাই এ দেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। কিন্তু একটি কুচক্রি মহল রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য মাঝে মাঝে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালায়। সরকার কঠোর হস্তে তাদের দমন করছে।মাধবপুর থেকে সংবাদদাতা জানান, গত শুক্রবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে সম্প্রীতি সমাবেশ, চা জনগোষ্ঠী ও হাওড় অঞ্চলের খামারিদের মধ্যে ভেড়া বিতরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি কথাগুলো বলেন।ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ উপ-পরিচালক প্রকাশ রঞ্জন বিশ^াস, কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ, হবিগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা বেগম, সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, শ্রীধাম দাস গুপ্ত, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমুখ।

You might also like