মুখ ঢেকে রাখার বিষয়টি ভুলে যাবেন না
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবাইকে এটা মনে রাখতে হবে যে,এখন থেকে অনেক বেশি সংখ্যক জায়গা ও ভেন্যুর অভ্যন্তরে মুখ ঢেকে রাখা আবশ্যক।দোকানপাট,গণপরিবহন,হাসপাতাল ইত্যাদি ছাড়া আরো যেসকল পাবলিক স্পেস ও ভেন্যুতে মুখ ঢাকা বাধ্যতামূলক করা হয়েছে,তার মধ্যে রয়েছে:সিনেমা হল,উপাসনালয়,জাদুঘর,সেলুন,লাইব্রেরী,কমিউনিটি সেন্টারসমূহ এবং
আরো অনেক স্থান।বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখে আচ্ছাদন পরিধান করা মানে আপনার নাক ও মুখ উভয়ই ঢেকে রাখতে হবে এবং এটি মুখের উভয় পাশে যথাযথভাবে যেন সেঁটে থাকে, তা নিশ্চিত করতে হবে। যখন আপনি সঠিকভাবে মাস্ক বা মুখের আচ্ছাদন পরিধান করবেন, তখন তা অতি সহজেই আপনার চারপাশের লোকদের রক্ষা করবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধে সহায়তা করবে।দয়া করে মনে রাখবেন, বেশিরভাগ লোক মুখে আচ্ছাদন পরিধান করতে পারলেও চিকিৎসা বা স্বাস্থ্যজনিত এবং নিরাপত্তাজনিত কারণে কিছু কিছু লোক মাস্ক বা আচ্ছাদন না-ও পরতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন, মাস্ক বা আচ্ছাদন পরিধান করতে না পারার কারণ অন্যের কাছে দৃশ্যমান না-ও হতে পারে। তাই, এ ব্যাপারে সকলকে সচেতন থাকার জন্য আমরা অনুরোধ করছি।