মুজিব বর্ষে লন্ডনে বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্ণামেন্টের আনুষ্টানিক উদ্ভোধন করলেন টাওয়ার হ্যামলেটস এর স্পীকার আহবাব হোসেন
মতিয়ার চৌধুরী
সত্যবাণী
লন্ডনঃ ব্রিটেনে বেড়ে উঠা নবপ্রজন্মের বাঙ্গালীদের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বঙ্গবন্ধুকে জানার সুযোগ করে দিতে মুজিব বর্ষে লন্ডনে প্রথম বারের মত উদ্ধোধন করা হল ‘‘বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্ণানেন্টের’’।গতকাল ২৩ অক্টোবর বিকেলে ইষ্ট লন্ডনের সাউন্ড টেক ক্যারম ক্লাবে চ্যারিটি সংগঠন নেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে আয়োজিত এই টুর্ণামেন্টের আনুষ্টানিক উদ্ভোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন।
ফাউন্ডেশনের চেয়ারপার্সন যুবনেতা জামাল আহমদ খানের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্টানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইউকে আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ,যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।সামাজিক দূরত্ব বজায় রেখে উদ্ভোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাহর আলী রিংকু,আব্দুল বাছির,আব্দুর রহমান খান সুজা, জোবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।আয়োজকরা জানিয়েছেন দ্বৈত ক্যারম প্রতিযোগীতায় ৩২টি টিম অশং নিয়েছে আগামী দু‘সপ্তাহের মধ্যে টুর্ণামেন্টের ফ্যাইনাল অনুষ্ঠিত হবে।