মূর্তি,ভবনাদি ও পাবলিক সাইটগুলো পর্যালোচনায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আপনার অভিমত চায়
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস বরার সরকারি জায়গাগুলোতে জাতি ও সাম্যের বিষয়গুলো কীভাবে প্রতিফলিত হচ্ছে,সেসম্পর্কে চলমান গণপরামর্শ কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের অভিমত তুলে ধরার জন্য কাউন্সিলের পক্ষ থেকে জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে।যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া বিক্ষোভ এবং সপ্তাহ কয়েক আগে ব্রিষ্টলে দাস ব্যবসায়ি এডওয়ার্ড কলস্টনের মূর্তি অপসারণের প্রেক্ষিতে যে বিতর্কটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে,তারই আলোকে কাউন্সিলের নতুন প্রতিশ্রুতির অংশ হিসেবে বাসিন্দাদের অভিমত জানতে ২২ জুন থেকে শুরু করা হয়েছে কনসালটেশন।
এ প্রসঙ্গে নির্বাহী মেয়র জন বিগস বলেন, দিন পনেরো আগে আমরা ওয়েস্ট ইন্ডিয়া কী থেকে দাস ব্যবসায়ি রবার্ট মিলিগানের স্ট্যাচু বা মূর্তি সরিয়েছি।এই অপসারণের মাধ্যমে আমরা এটি স্পষ্ট করেছি যে, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ডাক আমরা শুনেছি। আমাদের বর্ণবাদ বিরোধী এবং সাম্যবাদের মৌলিক মূল্যবোধগুলোকে আমরা কিভাবে বজায় রেখেছি, তা পুণরায় পরীক্ষা করে দেখার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বৈচিত্রতার ক্ষেত্রে এবং বৈষম্যের বিরুদ্ধে রুখে দাড়ানোর ক্ষেত্রে আমাদের রয়েছে অনন্য গর্বিত আধুনিক ইতিহাস। তবে এসব ক্ষেত্রে আমরা আরো অনেক কিছু করতে পারি।
মেয়র বলেন, আমাদের এই বরার স্মৃতিস্তম্ভ, ফলক, ভবন, রাস্তার নামকরণের ক্ষেত্রে ইতিহাসের উপস্থাপনা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে কি না এবং এমন কোন কিছু কী আছে, যা আমাদের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বলে বাসিন্দারা মনে করেন, সেসম্পর্কে নিজেদের অভিমত তুলে ধরার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।জনসাধারণের অংশগ্রহণের প্রেক্ষিতে আলোচনার একটা ভিত্তি তৈরী হবে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে কমিউনিটিকেই রাখা হবে।
২২ জুন থেকে শুরু হওয়ায় কনসালটেশন প্রক্রিয়ায় টাওয়ার হ্যামলেটসের যে জায়গাগুলো পর্যালোচনায় থাকা প্রয়োজন বলে বাসিন্দারা মনে করেন, তা জানানোর সুযোগ পাবেন। এই কনসালটেশন চলবে ১২ জুলাই মধ্যরাত পর্যন্ত। মতামত জানাতে আগ্রহীরা talk.towerhamlets.gov.uk/publicspaces – এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন।এ প্রসঙ্গে ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর ইক্যুয়েলিটিজ, কাউন্সিলর আসমা বেগম বলেন, বিদ্যমান সাইটগুলোর মধ্যে যেগুলো তারা মনে করেন পর্যালোচনার অংশ হওয়া উচিত, সেগুলো সম্পর্কে আমাদের অবহিত করার পাশাপাশি আমরা জনসাধারণকে অনুরোধ করছি যেসকল ইস্যূ, অর্জনসমূহ বা ব্যক্তি পর্যায়ের সাফল্য আমাদের পাবলিক স্পেসগুলোতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে মনে করেন, সে সম্পর্কেও আমাদের অবহিত করুন।
তিনি বলেন, আমাদের সমৃদ্ধ সামাজিক ইতিহাসের পূর্ণ বিকাশ যথাযথ ও আনুপাতিকভাবে প্রতিফলিত হয়েছে কি না তা নিশ্চিত করতে আপনার পরামর্শগুলো সহায়তা করবে। এই গুরুত্বপূর্ণ আলোচনাটি কেবল আমাদের অতীতকে পুণরায় পরীক্ষা করাই নয়, আমাদের ভবিষ্যতকে ইতিবাচক আকার দেয়ার ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ।এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কাউন্সিল বারার রাস্তা ও বিল্ডিং এর নামকরণ এবং সরকারি জায়গায় স্মৃতিসৌধ, শিল্পকলা ও অন্যান্য স্থায়ি অবকাঠামো বা ভাষ্কর্য স্থাপন সংক্রান্ত বর্তমান নীতিমালায়ও পরিবর্তন আনবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্যময় কৃষ্টি সংস্কৃতির প্রতি সহনশীলতা ও সম্মানের মতো মূল্যবোধ নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে।