মেট্রো ট্রেনের পারফরম্যান্স টেস্ট শুরু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ডিপোর ভেতরে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করল দেশের প্রথম মেট্রোরেল। ট্রেন চলাচলের শুরুর এই প্রক্রিয়াটিকে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, পারফরম্যান্স টেস্ট। ডিপোর ভেতরে ট্রেনটির পারফরম্যান্স টেস্ট ও স্পিড টেস্ট শেষ হওয়ার পর আগামী আগস্টে ট্রেনটি ভায়াডাক্টের ওপর তোলা হবে।আজ মেট্রোরেলের প্রথম ট্রেনটি পরিদর্শন ও পারফেরম্যান্স কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা ১১টা ৫৩ মিনিটে ওয়ার্কশপ থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে ট্রেনটি আসে কোচ আনলোডিং জোনে৷ এর মাধ্যমে মেট্রোরেলের ট্রেনটি প্রথমবারের মতো জন সম্মুখে আনা হলো।মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে ট্রেনটির চলাচল কার্যক্রম পরিদর্শন করেন। ট্রেনটি আনলোডিং জোনে এসে দাঁড়ালে ট্রেনে ওঠেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি , সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।

You might also like