মেয়রের বাসা থেকে নতুন ঠিকানায় বিশ্বনাথ পৌর কার্যালয়
সিলেট অফিস
সত্যবাণী
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে মেয়রের বাসা থেকে সিলেটের ‘বিশ্বনাথ পৌরসভা’র কার্যালয় নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, ১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌর শহরের স্টেশন নতুন বাজার এলাকার ‘বিশ্বনাথ-খাজাঞ্চী সড়কে’র পার্শ্ববর্তী আলী হোসেন ভবনে স্থানান্তরকৃত পৌরসভার কার্যালয়ের উদ্বোধন করেন পৌর মেয়র মুহিবুর রহমান।
স্থানান্তরকৃত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, ৪নং ওয়ার্ডের মুহিবুর রহমান বাচ্চু, ৬নং ওয়ার্ডের বারাম উদ্দিন, আ’লীগ নেতা আব্দুল মতিন, সিরাজুল ইসলাম সিরাজ, পৌর নির্বাহী কর্মকর্তা বদরুজ্জমান, কর নির্ধারক সাজিদুল হক, নকশাকার আশরাফুজ্জামান চয়ন, কর আদায়কারী নাজির হোসেন, লাইসেন্স পরিদর্শক মোতালেব হোসেন, কার্যসহকারী জগন্নাথ সাহা, পৌর মেয়রের একান্ত সচিব সুরমান আলী সুমন, সংগঠক আবুল হোসেন, নাছির উদ্দিন, সেবুল আহমদ, কামরান হোসেন, সুজন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে পৌরসভার ৭ কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব আনার পর উপজেলা পরিষদ এলাকাস্থ পৌরসভার প্রথম কার্যালয় থেকে সব মালামাল-কাগজপত্র নিজের বাসায় নিয়ে অফিস সাজান মেয়র। এরপর মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত দু’দফার তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পৌর কার্যালয় মেয়র মুহিবুর রহমানের বাসা থেকে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
যদিও পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে থাকা কার্যালয়ে কেন পুনরায় অফিস ফিরিয়ে নেয়া হল না, এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর কার্যালয় স্থান্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা ওই ৭ কাউন্সিলরও অনুপস্থিত ছিলেন।