মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

সুইজারল্যান্ড: সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ঘোষণা করা হলো ফিফার ২০২১ সালের বর্ষসেরা পুরস্কার। যেখানে লিওনেল মেসিকে হারিয়ে ফিফা দ্য বেস্ট জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি।গত বছরের নভেম্বরে রেকর্ড সপ্তম ব্যালন ডি অর জিতেছিলেন মেসি। তখন সবার ধারণা জন্মেছিল, হয়তো ফিফা দ্য বেস্টও উঠবে মেসির হাতে। কিন্তু সেটি হয়নি।পরপর দ্বিতীয় বছরে ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন লেওয়ানডস্কি।২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় সেরা তিনের অন্য খেলোয়াড় হলেন মোহামেদ সালাহ।বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন চেলসির থমাস টুখেল, বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চেলসিরই এডুয়ার্ডো মেন্ডি। আর বছরের সেরা গোলের পুরস্কার জিতেছে টটেনহ্যামের আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা।

You might also like