মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের বার্ষিক সামার ফেয়ার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ বিগত ১৩ই জুলাই বৃহস্পতিবার টাওয়ার হেমলেটস-এর মেফ্লাওয়ার প্রাইমারি স্কুলে তাদের বার্ষিক সামার ফেয়ার অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক হারলি ছাপলার ও জেমস কলিনস-এর উপস্থাপনায় বেলা ২টায় স্কুলের প্রধান শিক্ষক ডি ব্লিচ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইস্ট লন্ডন স্যানাগগের সভাপতি লিয়ন সিলভার, পপলারের সিস্টার ক্রিসটিন এবং স্কুল গাভারনিং কমিটির চেয়ারম্যান মেগান হানটার।তিন ঘন্টা ব্যাপি জমকালো এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা – ড্রামিং, স্ট্রিট ড্যান্স, ফ্যাশন শো, স্কুলের শিক্ষার্থীদের কোয়ার গ্রুপ এবং গানসহ অতিথি শিল্পীরা নৃত্য, গান ও ম্যাজিক শো পরিবেশন করেন। প্রখ্যাত বাউল শিল্পী হাসি রানী, সাঈদা চৌধুরী, ইফি চৌধুরী, ররি শিভহেটলিসকির গান এবং ইউসুফ রাতুল ও তমালিকা ঘোষের নৃত্য সবাইকে মুগ্ধ করে।

স্কুলের প্রতিটি ক্লাসের শিক্ষার্থীরা তাদের এন্টারপ্রাইজ প্রজেক্টের অংশ হিসেবে বিভিন্ন ধরণের খেলা ও স্টলের আয়োজন করে। শিক্ষার্থীদের পাশাপশি পিতামাতারাও বিভিন্ন ধরনের স্টলের আয়োজন করেন। সামার ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমে মেফ্লাওয়ার প্রাইমারি স্কুল কমিউনিটিতে ডাইভারসিটি ও কমিউনিটি কহিশন ছড়িয়ে দিচ্ছে। তার পাশাপাশি আয়োজকরা স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার উপকরনের জন্য কিছু ফান্ড রেইজিং করারও ব্যবস্হা করছে। রাফেল ড্রোতে স্কুলের শিক্ষার্থীরা আমাজন ভাউচার সহ ২টি টেলিভিশন (৬০ ও ৫০ ইন্সি) জিতে নেয়।অনুষ্ঠান শেষে স্কুলের সহকারী প্রধান শিক্ষক এডাম স্টক উপস্হিত স্কুলের স্টাফ ও তাঁদের পরিবার, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, পিতামাতা ও তাঁদের পরিবার, অনুষ্ঠানের স্পন্সর, মরগান স্টেনলি ভলানটিয়ার এবং অতিথিসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সামার ফেয়ার অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুলের শিক্ষক সিরাজুল বাছিত চৌধুরী এবং বিজনেস ম্যানেজার আমেনা বেগম।এখানে উল্লেখ্যযে সানডে টাইমস পেরেন্ট পাওয়ার লীগ টেবিল ২০২৩ জরিফ অনুযায়ী মেফ্লাওয়ার প্রাইমারি স্কুল বৃটেনের সেরা স্কুল হিসেবে প্রথম স্হান অধিকার করেছে। ইতিপূবে ২০২১ এবং ২০২২ সালের শিক্ষার ফলাফল (লীগ টেবিল) অনুযায়ী সানডে টাইমস মেফ্লাওয়ার প্রাইমারি স্কুলকে দেশের সেরা স্টেইট স্কুল হিসেবে ঘোষনা দিয়েছিল।২০১৭ সালে বৃটেনের রাণী প্রয়াত এলিজাবেথ দ্বিতীয় ও তাঁর স্বামী প্রয়াত প্রিন্স ফিলিপ এক আনুস্টানিক সফরে মেফ্লাওয়ার প্রাইমারি স্কুল পরিদর্শনে এসেছিলেন।

You might also like