মোদির ঢাকা সফর চূড়ান্তে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠেয় বৈঠক ফলপ্রসূ করার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৮ জানুয়ারি দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।রবিবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।ভারতে শীর্ষ পর্যায়ের বৈঠকের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, বেশ কয়েকটি বৈঠক হবে।’

দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ বিষয়ে একটি বৈঠক হবে ২৩ জানুয়ারি, কনস্যুলার ডায়ালগ ২৮ জানুয়ারি, স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে ফেব্রুয়ারির মাঝামাঝি। এছাড়া পানি ও বাণিজ্য সচিবদের বৈঠকও হবে। ভারতের পানিমন্ত্রীর এখানে আসার কথা আছে। পুলিশ প্রধানদের মধ্যে বৈঠক হয়ে গেলো।’দুই পররাষ্ট্র সচিবের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের বৈঠক ভারতে হবে এবং তারাই এজেন্ডা ঠিক করবেন। ভারতের কাছ থেকে এজেন্ডার জন্য অপেক্ষা করছি। এজেন্ডা পাওয়ার পর স্টেকহোল্ডারদের সঙ্গে বসে আমাদের প্রস্তাব এবং পাল্টা প্রস্তাব দেবো।’

বৈঠকে পানি নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘ইতোমধ্যে পানি মন্ত্রণালয়ের প্রস্তাব পেলে আমরা সেটি উত্থাপন করবো।’তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময়ে কী কী বিষয় সম্পাদন হতে পারে, ১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকের সময়ে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে—সেগুলোর অগ্রগতি এবং নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা যায় কিনা, তা নিয়েও দুই পররাষ্ট্র সচিব আলোচনা করবেন।তিস্তা চুক্তি পরিবর্তনের সুযোগ আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘পানি প্রবাহ কমবেশি হতে পারে। এর পেছনে অনেক কারণ আছে। আমাদের চুক্তি তৈরি আছে এবং এখন সেটিকেই সই করাটা আমাদের লক্ষ্য। এখন যদি আবার চুক্তিকে আমরা খুলতে চাই, তবে জটিলতা আরও বাড়বে। চুক্তি তৈরি আছে এবং এটিই আমরা সই করতে চাই। এরপর পর্যালোচনার ব্যবস্থা থাকবে।’

You might also like