মোবাইল অপারেটর কোম্পানিকে বকেয়া টাকা পরিশোধের আদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা ২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ১০ বছর আগের কয়েকটি রিট মামলার নিষ্পত্তি করে তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন। রায়ে গ্রামীণফোনের ১৪০০ কোটি, রবির ৫০০ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল বলছেন, রায়ের কপি পাওয়ার পর টাকা আদায় শুরু করবে বিটিআরসি।সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানিগুলো। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

You might also like