মৌলভীবাজারে বর্ষিজোড়া সংরক্ষিত বনে আগুন

সিলেট অফিস 
সত্যবাণী
বিগত কয়েক বছরে মৌলভীবাজার জেলায় দফায় দফায় কয়েকটি বনে আগুন লাগার পর এবার মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া বনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে সংরক্ষিত বনাঞ্চলের কয়েক একর জমি। স্থানীয় জ্বালানী চোরাকারবারিরা এই অগ্নিকান্ডের সাথে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, ২৩ মার্চ শনিবার দুপুরের দিকে মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া ইকোপার্ক এলাকার বনশ্রী সংরক্ষিত বন এলাকায় অগ্নিকান্ডে দেখতে পান স্থানীয়রা। একে একে আগুন ছড়িয়ে পড়ে বনের অন্যান্য এলাকায়। পুড়ে যায় কয়েক একর সংরক্ষিত বনাঞ্চল।
স্থানীয় ও বন নিভাগ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হঠাৎ বনাঞ্চলে আগুনের সূত্রপাত দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে তারা কোন ব্যবস্থা নেননি। সন্ধ্যার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন বিভাগ জানায়, শহরতলীর পাশের সংরক্ষিত বন হওয়ায় অনেক সময় নেশাগ্রস্ত ব্যক্তিরা বনে আশ্রয় নিয়ে আসর বসায়। তাদের সিগারেটের ধোঁয়ায় অনেক সময় আগুন ধরে যায়। আবার কিছু চোরাকারবারী অসৎ উদ্দেশ্য নিয়েও বনে আগুন লাগিয়ে থাকে।
বনের পাশের বনশ্রী আবাসিক এলাকার বাসিন্ধা ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী বলেন, আমার বাসার পেছনের রিজার্ভ ফরেস্টের শালবনে দুপুর থেকে আগুন লেগেছে। বিকেলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালো। বন বিভাগের অফিসের পাশে আগুন লাগলো কিন্তু কেউ দেখল না। একদল লোক ইচ্ছা করে আগুন লাগায়, বনের কাঠ ও জায়গা দখল করার জন্য।
এ বিষয়ে মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি শুনেছি বিষয়টি। তারপরও আমি খোঁজখবর নিয়ে দেখতেছি বিষয়টা কি। এখন তো বৃষ্টির সময়। আগুন লাগার কথা না।’

You might also like