মৌলভীবাজারে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
সত্যবাণী

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন।রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা যায়, সিলেট থেকে ওয়ালিমা অনুষ্ঠানে আসা ভাটেরাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস ভাটেরা রেলস্টেশনের কাছাকাছি হোসেনপুর নামক স্থানের রেলপথ অতিক্রম করার সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন মাইক্রোকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।এ সময় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম, কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।নিহত ও আহতরা সিলেট জেলার বাসিন্দা বলে নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার এসআই বাবুল আহমেদ দৈনিক অধিকারকে বলেন, ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে ফরিদ (৪৫) ও আশিক (৪) নিহত হয়েছেন। এছাড়া কামাল আহমদ (৩৫), লিলি বেগম (৪০), রাবু বেগম (২০), রিজু (২০), জাহানারা বেগম ও লাবিব (৫৪) গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আহত এবং নিহত বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

You might also like