মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ চলতি মৌসুমে ঢাকা শহরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আজ।ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে এই বৃষ্টি হয়।মঙ্গলবার (১১ মে) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম  বলেন,ঢাকায় আজ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।ভোর ৪টা থেকে সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে।এ বছর ঢাকা শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টি।এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে,রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল,খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

You might also like