যান চলাচল স্বাভাবিক পুরাতন রূপে ফিরেছে সিলেট
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল। তবে সন্ধ্যা থেকেই যান চলাচল শুরু হয়েছে।এছাড়া সন্ধ্যার পর সিলেটের সঙ্গে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের যান চলাচল শুরু হয়েছে। এতে করে সিলেট শহরের সাথে যোগাযোগ স্বাভাবিক হয়েছে অন্য জেলাসমূহেরও। যান চলাচল স্বাভাবিক হওয়ায় সিলেট নগরি ফিরেছে আগের রূপে।এদিকে মৌলভীবাজারে রোববার ভোরে ২ দিনের ধর্মঘট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার রাত থেকেই যান চলাচল শুরু করেছে। জেলার শেরপুর পরিবহন শাখার ম্যানেজার আব্দুল খালিক জানান, সন্ধ্যার পর লোকাল বাস চলাচল শুরু করেছে।অপরদিকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়। তবে সন্ধ্যার পর থেকেই আন্তঃ উপজেলায় বাসসহ বিভিন্ন যান চলাচল করছে। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মধ্যে।