যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন
নিউজ ডেস্ক
সত্যবাণী
শেখ হাসিনা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আমার সরকার আমাদের দুটি কমনওয়েলথ দেশের পারস্পরিক স্বার্থে আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক, জলবায়ু এবং কৌশলগত অংশীদারিকে আরো শক্তিশালী করার জন্য আপনার যোগ্য নেতৃত্বাধীন লেবার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে।’
শেখ হাসিনা লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এক সঙ্গে আমাদের দুই দেশের অভিন্ন মঙ্গলের জন্য সাত লাখেরও বেশি সক্রিয় এবং উদ্যোগী বাংলাদেশি-ব্রিটিশ প্রবাসীর অমূল্য অবদানকে কাজে লাগাতে থাকব।