যুক্তরাজ্যের সিদ্ধান্ত অবিবেচক : স্পেনের প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পেন: যুক্তরাজ্য কর্তৃক স্পেনফেরত নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্তকে অবিচেক ও অন্যায় বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।খবর বিবিসির তিনি বলেন,বৈশ্বিক মহামারি করোনা এখন নিয়ন্ত্রণে স্পেন।ফলে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে।আমরা আশা করেছিলেন যুক্তরাজ্য সরকার তাদের সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।কিন্তু তা হয়নি।স্পেনের প্রধানমন্ত্রী বলেন,যুক্তরাজ্যের সঙ্গে পরামর্শ করেই সবকিছু খুলে দেওয়া হয়েছে।
তবে,যুক্তরাজ্য জানিয়েছে চলমান পরিস্থিতিতে সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী বরিস জনসন মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেছেন, ‘মহামারি চলাকালীন কোনভাবে ভ্রমণই ঝুঁকিমুক্ত নয়।সম্প্রতি স্পেনে নতুন করে করোনার প্রকোপ দেখা দিলে উদ্বিগ্ন হয়ে পড়ে ইউরোপের দেশগুলো। এমন অবস্থায় দেশটি থেকে ফেরত নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি করে যুক্তরাজ্য সরকার।হাজারো প্রচেষ্টায় বর্তমানে করোনাকে কিছুটা বাগে আনতে সক্ষম হয়েছে বরিস জনসনের দেশের স্বাস্থ্য বিভাগ।গতমাসে তুলে নেয়া হয়েছে লকডাউন। নতুন করে যাতে অবস্থা সংকটের দিকে না যায় তাই এমন ব্যবস্থা নিয়েছে ব্রিটিশ সরকার।যুক্তরাজ্য সরকারের এমন পদক্ষেপকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানালেও সিদ্ধান্ত পরিবর্তন করে স্পেন।অবশ্য বরিস সরকারের এমন পদক্ষেপের বাস্তবতাও খুঁজে পাওয়া যাচ্ছে।স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনেও ২ হাজার ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে।এতে করে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৩৪ জনের।তবে,২৪ ঘণ্টায় কোন প্রাণহানি ঘটেনি।প্রতিদিনই কমবেশি সংক্রমণে ঘটছে দেশটিতে। ফলে দ্বিতীয় আঘাত হানতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।