যুক্তরাজ্যে দ্বিতীয় দফায় ‘ভয়াবহ সংক্রমণের শঙ্কা’, মৃত্যু হতে পারে লক্ষাধিক
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ যুক্তরাজ্যে এবারের শীতে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস সংক্রমণে ‘সংকটজনক পরিস্থিতিতে’ শুধু হাসপাতাল গুলোতেই ১ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হতে পারে। দেশটির বিজ্ঞানীরা মঙ্গলবার এ বিষয়ে হুঁশিয়ার বার্তা দিয়েছেন।সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভাললানসি পরিচালিত দ্য একাডেমি অব মেডিকেল সায়েন্স এর রিপোর্টে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে।
এতে বলা হয়,হাসপাতালগুলো ইতোমধ্যেই মৌসুমি ফ্লু মোকাবেলা করছে।দ্বিতীয় দফার করোনা সংক্রমণ চলমান প্রাদুর্ভাবকে ছাপিয়ে যেতে পারে।এর ফলে সামনের সেপ্টেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ১ লাখ ২০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারে।এই বৈজ্ঞানিক মডেলিংয়ে কেয়ার হোম এবং বৃহত্তর সামাজিক স্তরে মৃত্যুর হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি এবং মনে করা হচ্ছে সরকার দ্বিতীয় দফা সংক্রমণ রোধে কোন ব্যবস্থা নেবে না।প্রথম দফায় দেশটিতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৫ হাজার লোকের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইউরোপে সর্বোচ্চ এবং বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয়।