যুক্তরাজ্যে শারীরিক দূরত্ব নীতি পরিবর্তনের আভাস দিলেন অর্থমন্ত্রী ঋষি সুনাক
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ যুক্তরাজ্যে লকডাউন শিথিলের পর অর্থনৈতিক পুনরুদ্ধারে মন্থরতা সৃষ্টি করছে করোনা মোকাবেলায় দুই মিটার শারীরিক দূরত্ব নীতি।সরকারি এ নীতি পরিবর্তনে ইতোমধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে চাপও প্রয়োগ করা হয়েছে।বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ঋষি সুনাক বলেন,দুই মিটার দূরত্ব নীতি পর্যালোচনা আগামী সপ্তাহেই মীমাংসা হবে।অর্থমন্ত্রী বলেন,আমরা বুঝেছি, এ নীতি হোটেল, বার, রেঁস্তোরা ও অন্যান্য পর্যটন ব্যবসায়কে কতটা প্রভাবিত করছে।করোনা মোকাবেলায় দুই মিটার দূরত্বে আমাদের অবস্থান অবশ্যই দরকার।তবে অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় আমাদের এ নীতিতে প্রয়োজনীয় সংশোধনেরও দরকার হয়ে পড়েছে।এ বিষয়ে দেশটির বাণিজ্যিক প্রতিষ্ঠান মালিকরা জনান,টানা তিন মাস লকডাউনের পর অর্থনৈতিক কর্মকাণ্ড কেবল শুরু হয়েছে।দুই মিটার দূরত্ব নীতি বাস্তবায়ন করতে গেলে দ্রুত অর্থনীতিতে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।