যুক্তরাজ্য জাসদের ভার্চুয়াল সভায় ইনু: সংবিধান থেকে অসাম্প্রদায়িকতা বাদ দিলে তা হবে দ্বিতীয় পাকিস্তান

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী 

লন্ডন: 

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, সংবিধান থেকে অসাম্প্রদায়িকতা বাদ দিলে তা হবে দ্বিতীয় পাকিস্তান। গত ২৫শে জুলাই পুর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য জাসদের উদ্দোগে অনুষ্ঠিত এক সাধারন সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, ‘৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এক পাকিস্তানকে বাদ দিয়ে ২য় পাকিস্তান বানাবার জন্য তৈরী হয়নি’। জাসদ সভাপতি বলেন, ‘ভাল গনতন্ত্র বা খারাপ গনতন্ত্রের চেয়ে জগন্য হচ্ছে সাম্প্রদায়িক, তালেবানি সরকার, অস্বাভাবিক সরকার এবং সামরিক সরকার’ । তাই তিনি এ প্রসঙ্গে সাংবিধানিক ধারা নষ্ট না করার আহবান জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন কোন শালিসী সংস্হা নয়। তাই তাদেরকে তিনি নির্বাচন আইন সংস্কার করার আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশী রাজনীতিতে আসল ব্যাপার হচ্ছে রাজাকার ক্ষমতায় থাকবে, না মুক্তিযুদ্ধারা ক্ষমতায় থাকবে। রাজাকার ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু এবং কর্ণেল তাহেরের লোকদের নির্বাসনে যেতে হবে এবং মুক্তিযুদ্ধারা ক্ষমতায় আসলে জিয়াউর রহমান এবং যুদ্ধাপরাধী সংগঠনদের রাজনীতির মাঠ ছাড়তে হবে। ইনু বলেন, শেখ হাসিনার ছাতার নীচে সীমাহীন দুর্নীতি হচ্ছে। ঐ দুর্নীতিবাজরা হচ্ছে ঘরের ভিতর উই পোঁকার দল। এদের কাছ থেকে দেশকে বাঁচাতে হবে এবং সাম্প্রদায়িক শক্তির অস্বাভাবিক সরকারের প্রস্তাবকে আটকাতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরে দলবাজ ছাত্রলীগ, যুবলীগরা সরকারের পেটের ভিতর অবস্হান করে দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং দলের ভিতরে অনুপ্রবেশকারী ধর্মান্ধরা জামাত তালেবানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাংঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশকে ধংসের চক্রান্ত করছে। এ প্রসংঙ্গে তিনি সম্প্রতি নড়াইলের ঘটনার সাথে আওয়ামী লীগের একটি অংশের জড়িত থাকার কথা উল্লেখ করেন।

যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযাদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শিরিন আক্তার এমপি। এছাড়াও উক্ত সভায় ভার্চুয়ালী অংশ গ্রহন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও স্হায়ী কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরী। সভার শুরুতে জাসদের মহান নেতা শহীদ কর্ণেল আবু তাহেরসহ জাসদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শিরিন আকতার এমপি তাঁর বক্তব্যে যুক্তরাজ্য জাসদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আদর্শের প্রতি অবিচল থেকে ব্যক্তি স্বার্থ পরিহার করে দলের জন্য কাজ করে যেতে হবে। তিনি যুক্তরাজ্য জাসদের সকল নেতা কর্মীকে আগামী ৩১শে অক্টোবর জাসদের ৫০ বছর পুর্তিকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং জাসদের রাজনৈতিক বক্তব্য ও কর্মসুচী যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশীদের কাছে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
সাধারন সভায় যুক্তরাজ্য জাসদের পক্ষে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান জাসদ নেতা মতিয়ুর রহমান মতিন, যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক মনি, সহ সভাপতি সৈয়দ এনামুল হক বদরুল, সহ সভাপতি আব্দুল হালিম চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী দিলওয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাবুল সামসুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর, যুক্তরাজ্য জাসদ নেতা ফখরুল ইসলাম, ইকবাল হোসেন, নুর উদ্দিন নসরু, হেলাল আহমদ, সাইফুল ইসলাম মিটু ।
এছাড়া ও উপস্হিত ছিলেন যুক্তরাজ্য জাসদের সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, ডঃ আবু মুস্তফা, ফয়জুল হক এবং রহিমা বেগম ।
যুক্তরাজ্য জাসদের যেসব নেতৃবৃন্দ যুক্তরাজ্য এবং বাংলাদেশ থেকে ভার্চুয়েলী সভায় অংশ গ্রহন করেন তারা হলেন, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খাঁন শামীম, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সৈয়দা বিলকিস মনসুর, নারীজোট ও যুক্তরাজ্য জাসদ নেত্রী রেহানা বেগম, নারীজোট ও জাসদ নেত্রী জোসনা পারভিন, কার্যকরী কমিটির সদস্য শামীম আহমদ, কয়সর আহমদ, আব্দুল হান্নান প্রমুখ। সভাপতি হারুনুর রশীদের বক্তব্যের মাধ্যমে সাধারন সভার সমাপ্তি হয়।

 

You might also like