যুক্তরাজ্য থেকে আসা ৩৩ যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসা আরও ৩৩ জনকে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।সোমবার (১৫ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৪ হাজার ১৯১ জন। এর মধ্যে তিনটি ফ্লাইটের ৩৩ জন যাত্রীকে আবাসিক হোটেলে সাত দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকি ৪ হাজার ১৫৮ জন যাত্রীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোদের মধ্যে ইকে-৫৮২ ফ্লাইটের দুইজন, কিউআর-৬৪০ ফ্লাইটের ১৫ জন ও কিউআর-৬৩৮ ফ্লাইটের ১৬ জন যাত্রী রয়েছেন। তাদের সবাই যুক্তরাজ্যফেরত যাত্রী।গত বছরের ১ ডিসেম্বর থেকে ১৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট ২ হাজার ৮৫১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দেশে গত বছরের ৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আগত সর্বমোট ২৪ হাজার ৬২৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হলো।

You might also like