যুক্তরাজ্য থেকে আসা ৪৩ যাত্রী কোয়ারেন্টাইনে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ যুক্তরাজ্য থেকে দেশে আসা আরও ৪৩ যাত্রীকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।শুক্রবার বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান।এ নিয়ে নতুন বছরে এখন পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট দুই হাজার ৪৫৫ জনকে প্রাতিষ্ঠানিক আবাসিক হোটেল কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

প্রসঙ্গত, করোনার প্রকোপ কমাতে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত ব্যক্তিদের নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়। পরে এ নিয়ম কিছুটা শিথিল হয়।

You might also like