যুক্তরাজ্য থেকে সিলেটে আসা আরও ১৪৭ যাত্রী কোয়ারেন্টিনে

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেটে লন্ডন ফেরত আরও ১৪৭ যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে আগত সকল যাত্রীদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার লন্ডন থেকে আসা ১৪৭ যাত্রীর ১৪৪ জনকে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর ৯টি হোটেলে পাঠানো হয়েছে। এছাড়া ৩জন যাত্রীর দুইটি টিকা দেওয়া হয়েছে এমন অনুমতিপত্র থাকায় হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।

আরও জানানো হয়, সিলেট বিমানবন্দরের লন্ডন ফ্লাইটে আগত সকল যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ২৩ জন, হোটেল অনুরাগে = ১৭ জন, হোটেল নূরজাহানে ১৫ জন, হোটেল হলি গেটে ২৫ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১৫ জন, হোটেল লা রোজে ১২ জন, হোটেল লা ভিস্তায় ২১ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ জন ও রয়েল প্লাম হোটেলে ৬ জন রয়েছেন।

You might also like