যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বছরের শুরুতে শীতার্ত মানুষের পাশে অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: (০১ জানুয়ারি রাত ১২.১০ ঘটিকা থেকে রাত ১ ঘটিকা পর্যন্ত) ছিন্নমূল মানুষের মাঝে শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়,হিম- নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যত্তিত্ব ও অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টা দিলওয়ার হুসেন ও আব্দুল মুনিম জাহেদি ক্যারল। তাদের অর্থায়নে ও অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট এর উদ্যোগে শুক্রবার (১লা জানুয়ারি) রাত সাড়ে ১২টায় নগরীর রেলওয়ে স্টেশন সহ নগরীর বিভিন্ন পয়েন্টে পথশিশু, গরীব, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সামাজিক কাজে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক গুলজার আহমদ হেলাল, অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট-এর সভাপতি কাবিল আহমদ ইমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব জাহিদ,অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-অফিস সম্পাদক হামিদুর রহমান, সহ-অর্থ সম্পাদক নাহিদ আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-ক্রীড়া সম্পাদক সাব্বির আহমদ, তানভির আহমদ তানিম, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদ আহমদ, খোকন আহমদ প্রমুখ।
এদিকে অগ্রদূত ছাত্র পরিষদ বছরের শুরুতে এমন উদ্যোগ গ্রহণে ভূয়সী প্রশংসা করেছেন সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মো: দিলওয়ার হুসেন ও মো: আব্দুল মুনিম জাহেদি ক্যারল। তারা বলেন, সাধারণ মানুষ যখন আতশবাতি ও অন্যান্য রংচং তামাশা নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহুর্তে নিজের আরাম আয়াস, আনন্দ ফুর্তি না করে শীতল ঠাণ্ডা আর কুয়াশার মধ্যে অগ্রদূত ছাত্র পরিষদ এর নিবেদিত সদস্যরা এগিয়েছেন মানবতার কল্যাণে। তারা দীর্ঘদিন থেকেও সমাজে সেবামূলক কাজ করে যাচ্ছে। আমরা আশা করি নতুন বছরে তাদের এসব সেবামূলক কাজ আরো বেগবান হবে।