যুক্তরাজ্য প্রবাসী বাবুল আলীর পক্ষ থেকে বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ
সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব বাবুল আলীর উদ্যোগে এলাকার ৩ শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকালে পৌর শহর এলাকায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।
বিশিষ্ট সংগঠক দুলাল মিয়ার সভাপতিত্বে ও মোহন মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথির রাখেন বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজিরগাঁও জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ আতিকুর রহমান এবং শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজিরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আমিনুর রশিদ নগরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শানুর আলী, সমাজসেবক এনামুল হক এনাম, কয়েছ আহমদ, সুমন আহমদ, সাজন আহমদ, ফেরদৌস, ফাহিম আহমদ প্রমুখ।