যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী মুসলিম ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত নুসরাত জাহান
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
যুক্তরাষ্ট্রঃ বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক হিসেবে বাংলাদেশি বংশোদ্ভুত নাগরিক আইনজীবী নুসরাত জাহান চৌধুরীকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
নুসরাতের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ইউ.এস সিনেট মেজরিটি লিডার সিনেটর চাক সুমারের অফিস | নুসরাত নিউইয়র্ক স্টেট এর ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল জজ বিচারক পদে দায়িত্ব পালন করবেন|
সে 1998 সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিষয়ে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেন | 2006 সালে বিশ্ব বিখ্যাত ইয়েল স্কুল থেকে আইন বিষয়ে কৃতিত্বের সহিত পাস করেন | তিনি ইয়েল রাজ্যের আমেরিকান লিবার্টি ইউনিয়নের এটনী হিসেবে কর্মরত ছিলেন | এছাড়া 2008 থেকে 2020 সাল পর্যন্ত সিভিল লিবার্টি ইউনিয়নের ন্যাশনাল অফিসে বর্ণ-বিচার বিষয়ক প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন | এছাড়া তিনি মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও অধিকার বিষয়ে তার প্রচুর সফলতা রয়েছে | নাগরিক অধিকার সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত এটর্নীদের মধ্যে অন্যতম হলেন এ নুসরাত চৌধুরী | তার বাবার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের বাগডুবি চৌধুরী বাড়ি | তার বাবা আমেরিকায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ মরহুম ডাক্তার নুরুর রহমান চৌধুরীর| তার জ্যাঠা মানবতার ফেরিওয়ালা খ্যাত সোনালী ব্যাংকের সাবেক এজিএম ও মানব কল্যাণ সংস্থা ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান চৌধুরী ওরফে পেয়ারা মিয়া |