যুক্তরাষ্ট্রে ফ্লাইট থেকে জোর করে নামিয়ে দেয়া হল মুসলিম নারীকে

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

মার্কিন যুক্তরাষ্ট্রঃযুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একজন মুসলিম নারীকে জোর করে ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। আমানি আল খাতাতবেহ নামের ওই নারী একজন অ্যাক্টিভিস্ট।তিনি নিজেই টুইট বার্তায় এমন অভিযোগ করেছেন। পরে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

জানা গেছে, শনিবার ফ্লাইটে প্রবেশের ঠিক আগে নিয়ম না মেনে একজন শ্বেতাঙ্গ পুরুষ যাত্রী চেকপয়েন্টের লাইনে দাঁড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় ওই ব্যক্তির সঙ্গে তর্ক শুরু হয় আমানির। পরে ওই ব্যক্তি অভিযোগ জানালে আমানিকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। অভিযোগ দেয়া শ্বেতাঙ্গ পুরুষ প্রথম শ্রেণির যাত্রী ছিলেন।এক টুইট বার্তায় আমানি বলেন, একজন মুসলিম নারী হিসেবে ফ্লাইটে উঠলে অনেক মানুষের সমস্যা হয়, এটা অবিশ্বাস্য।আমানিকে নামিয়ে দেয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।গার্ডিয়ান জানিয়েছে, মুসলিম নারী অ্যাকটিভিষ্টকে নামিয়ে দিলে তাকে গ্রেফতার করে পুলিশ।আমানি অভিযোগ করেছেন, পুলিশ তাকে গ্রেফতার করলে ফ্লাইট কর্তৃপক্ষ তাকে গালি দেয়।নিউ জার্সির ঘটনাটি টুইটারে পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে তিনি গ্রেফতার হন।

You might also like