যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় বিকল্প নেই: মোহাম্মদ আবু জাহিদ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, খেলাধুলা যেমন মানুষের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়,তেমনি অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখে।যুবসমাজকে মাদকাশক্তি ও বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দুরে থাকতে খেলাধুলায় আরো বেশী করে মনোনিবেশ করতে হবে।গতকাল বুধবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়েজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুধর্ব-১৭) ’২২-এর উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইউএনও নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউপি চেয়ারম্যান ইকরামুল হক, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ ফখরুজ্জামান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেবতী রেমন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক সানওয়ার আলী, প্রচার সম্পাদক ইসমাইল টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল। উদ্বোধনী খেলায় তেতলী ইউনিয়ন অনুধর্ব-১৭ দল ১-০ গোলে সিলাম ইউনিয়ন অনুধর্ব-১৭ দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আক্কাছ উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, কাওছার আহমদ ও শামীম আহমদ।

You might also like