যে কারণে ঢাকায় না পেরে সিলেটে নামলো ৫টি আন্তর্জাতিক ফ্লাইট

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট। ১৫ জানুয়ারি রোববার সকালে ঘন কুয়াশার কারণে এমনটি ঘটেছে। সূত্র জানায়, ঢাকার আকাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করে জ্বালানি সংকটে পড়ার আশঙ্কায় এসব ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটগুলো আবহাওয়া পরিস্থিতি উন্নতির পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে ওসমানীতে অবতরণ করে। এরমধ্যে বাংলাদেশ বিমানের ২টি ও ইউএস বাংলার ৩টি ফ্লাইট রয়েছে।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক সৈয়দ বেলায়েত আলী লিমন গণমাধ্যমকে জানান, ঢাকায় অবতরণ করতে না পেরে সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ওসমানীতে এসে আজ সকাল ৮টা ২০ মিনিটে অবতরণ করে। কাতারের দোহা থেকে আসা ফ্লাইট অবতরণ করে সকাল ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া ওমানের মাসকাট থেকে আসা আরেকটি ফ্লাইট সকাল ৯টা ১০ মিনিটে ওসমানীতে অবতরণ করে।ঢাকার আকাশে কুয়াশা কেটে যাওয়ার পর ফ্লাইট তিনটি সিলেট থেকে ফিরে যায়।বেলায়েত আলী লিমন আরও জানান, সকাল সোয়া ১০টায় সিঙ্গাপুরের ফ্লাইট, ১০টা ২৫ মিনিটে দোহার ফ্লাইট এবং ১০টা ৫০ মিনিটে মাসকাটের ফ্লাইট ৩টি ওসমানী বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ঢাকায় রওয়ানা দেয়।এদিকে, বাংলাদেশ বিমানের সিলেট অফিস সূত্র জানায়, মদিনা ও কুয়েত থেকে আসা বাংলাদেশ বিমানের দু’টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সাড়ে ১০টা ও পৌনে ১০টার দিকে সিলেটে অবতরণ করে। ঢাকার আকাশে কুয়াশা কেটে গেলে ফ্লাইট দু’টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

You might also like