যে কোন মুহূর্তে সংঘর্ষ দুই’গ্রুপের মুখোমুখি নবীগঞ্জ ছাত্রলীগ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিবদমান দু’টি কমিটি ২৭ জুলাই বৃহস্পতিবার একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পৌর শহরের রাজপথ। আতঙ্কে রয়েছেন শহরবাসী। যে কোন মূহুর্তে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।নবীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগে দু’টি গ্রুপে বিভক্ত রয়েছে। জেলা কমিটি কর্তৃক অনুমোদিত আহ্বায়ক নাজিমুদৌলা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক সজীব খানের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ এবং কেন্দ্র থেকে অনুমোদন প্রাপ্ত আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক জয় আহমদের নেতৃত্বে ছাত্রলীগের অপর গ্রুপ।

দু’টি গ্রুপ-ই আগামী ২৭ জুলাই উপজেলার ইউনিয়ন কমিটি গঠনকল্পে সিভি সংগ্রহ ও জমাদান অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথমে কমিটি দু’টি শেরপুর রোডস্থ হাজারী সেন্টারে স্থান নির্ধারণ করলে তা বাতিল হয়। বর্তমানে উভয়গ্রুপ নবীগঞ্জের ডাকবাংলোতে স্থান নির্ধারণ করে কমসুচির প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দু’গ্রুপই তাদের কর্মসূচি বাস্তবায়নে অটল রয়েছেন।এ ব্যাপারে কেন্দ্র অনুমোদিত কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল বলেন, ২৭ জুলাই আমরা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের কাছ থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের সিভি সংগ্রহ ও জমাদান অনুষ্ঠানের ঘোষণা দিলে নাজিমুদৌলা চৌধুরীর গ্রুপও একই স্থানে কর্মসুচির ঘোষণা দেয়। কাজেই নাজিমুদৌলা চৌধুরীর কমিটি ২৭ জুলাই যে স্থানেই যে সময় কর্মসূচি দেবে আমরাও একই সময় ও স্থানে কর্মসূচির প্রস্তুতি নিয়েছি।এ ব্যাপারে নাজিমুদৌলা চৌধরী বলেন, আমাদের কর্মসূচি নির্ধারিত সময়ে যথাস্থানেই পালন করা হবে।এ দিকে ছাত্রলীগের দু’গ্রুপই কঠোর অবস্থানে থাকায় চরম উত্তেজনা ও উৎকন্ঠা বিরাজ করছে। পাল্টাপাল্টি কর্মসূচি ও উত্তেজনায় নবীগঞ্জে চরম উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে। ঘটে যেতে পারে বড় ধরণের দূর্ঘটনা।স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সংঘাত ও সংঘর্ষ এড়াতে ২৭ জুলাই ছাত্রলীগের কর্মসূচি স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

You might also like