রক্তদাতা দিবসে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আলোচনা সভা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেইভ লাইভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও মুুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের উদ্যোগে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে রেড ক্রিসেন্ট কনফারেন্স হলে এক আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী সদস্য মো. সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজীবন সদস্য সাংবাদিক আতিকুর রহমান নগরী।
বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন মুজিব-জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. মো. আবু সালেহ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, আজীবন সদস্য অরূপ সেন বাপ্পী, আজীবন সদস্য ডা. আব্দুল হাফিজ শাফি, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সুহেল, মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমদ পিপিএম, হৃৎপিন্ড সিলেটের সভাপতি এনাম উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারহান আমির জামান, রক্তকেন্দ্রের হিসাবরক্ষক সৈয়দ ইমরুল হাসান, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদপাল, যুব রেড ক্রিসেন্টের রক্ত বিভাগীয় প্রধান পলাশ গুন প্রমুখ।