রবিবার সুনামগঞ্জে প্রথম করোনার টিকা নিবেন সাংসদ পীর মিসবাহ ও জেলাপরিষদের চেয়ারম্যান মুকুট

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সারাদেশের মতো আগামীকাল রবিবার সকাল ১০টায় প্রাণঘাতি করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ ১১টি উপজেলার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সকাল ১০টায় প্রথম করোনা ভেকসিনের টিকা নিবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট। এ বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সবাইকে করোনার মতো প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাসের প্রাদুভার্ব থেকে নিরাপদে থাকতে সবাইকে নিশ্চিন্তে টিকা গ্রহনের আহবান জানান। তিনি বলেন একজন মানুষ করোনায় আক্রান্ত হলে তিনি যেমন স্বাস্থ্য ঝুকিতে থাকবেন পাশাপাশি তার পরিবারের প্রতিটি সদস্যর মাঝে ও সংক্রমন ব্যধি ছড়ানোর পাশাপাশি গোট সমাজ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনার আহবান আসুন আমরা সবাই মিলে করোনা ভাইরাসের টিকা গ্রহন করে নিজেকে নিরাপদে রাখার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদে রাখার আহবান জানান তিনি।

You might also like