রাজধানীর তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ তাণ্ডব দমাতে দেশে ফাইজারের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (২১ জুন) সকাল থেকে প্রাথমিকভাবে ঢাকার তিনটি হাসপাতালে এই টিকা প্রদান শুরু হয়।এর আগে রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই টিকা কার্যক্রম শুরুর কথা জানানো হয়।ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকার ট্রায়াল বা ফার্স্ট-রান শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিন ১২০ জনকে দেওয়া হবে ফাইজারের টিকা।এ ক্ষেত্রে যারা আগে থেকে নিবন্ধন করেছিলেন, কিন্তু টিকা নিতে পারেননি তারা অগ্রাধিকার পাবেন। এছাড়া টিকা দেওয়ার পর এক সপ্তাহ টিকা গ্রহীতাদের ওপর এর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

You might also like