রাজনগরে আসামী ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের এস আইঃ আহত ৮

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মৌলভীবাজারের রাজনগরে আসামী ধরে থানায় ফেরার পথে গাছের সাথে পুলিশ ভ্যানের ধাক্কায় সমীরণ দাস (৪০) নামে থানার এসআই নিহত ও ৩ আসামীসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সমীরণের বাড়ি হবিগঞ্জ জেলায়।গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মহাসহস্র গ্রামের লকুছের দোকানের সামনে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীরণ দাসসহ ৬ সদস্যের পুলিশের একটি দল রাতে আসামী ধরতে উপজেলার যাদুরগুল সাঁওতালপাড়া এলাকায় যায়। সেখান থেকে ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতারের পর পুলিশ ভ্যানে (ঢাকা মেট্রো-ঠ-১৪-২০০৫) করে থানায় নিয়ে আসার পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে মহাসহস্র এলাকায় পৌঁছুলে সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেইনট্রি গাছে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস ও পুলিশ তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পথেই সমীরণ দাসের মৃত্যু হয়।পরে চিকিৎসকদের পরামর্শে আহতদের মধ্যে এসআই শওকত মাসুদ ভূঁইয়া, কনস্টেবল মাসুক মিয়া, আজিজুর রহমান, আসামী লক্ষণ সাঁওতালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও এসআই সোলেমান মিয়া, এএসআই জাহাঙ্গীর আহমদসহ অপর ২ আসামীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনগর থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

You might also like