রাজশাহী মেডিকেলে প্রাণ গেল আরও ১৭ জনের

নিউজ ডেস্ক
সত্যবাণী

রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।তিনি জানান, রামেকে মৃত ১৭ জনের মধ্যে সংক্রমণে মারা গেছেন ছয়জন ও উপসর্গে ১১ জন। মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী।পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নাটোরের চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন,রাজশাহীর পাঁচজন,নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও পাবনার তিনজন ছিলেন।গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। এ সময় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯১ জন।শামীম ইয়াজদানী বলেন, রামেকের দুই ল্যাবে মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭১ শতাংশ।

You might also like