রানির মরদেহ এখন এডিনবারায়
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন বালমোরাল থেকে ছয় ঘন্টার যাত্রা শেষে এডিনবারা পৌঁছেছে।
কফিনবাহী গাড়িটি যখন অ্যাবারডিন শায়ার থেকে হলিরুড হাউসের প্রাসাদের দিকে যাত্রা করছিলো শোকার্ত মানুষ তখন রাস্তায় সারিবদ্ধ হয়ে শ্রদ্ধা জানাচ্ছিলো তাদের রানির প্রতি। এসময় পুরো রাস্তায় নেমে আসে নীরবতা। সমবেত লোকজন শবদেহবাহী গাড়ীর মিছিলটি পার হওয়ার জন্য তখন অপেক্ষা করছিল।
রাণীর শবদেহবাহী গাড়ীর মিছিল বালমোরালে তার বাড়ি থেকে স্থানীয় সময় সকাল ১০টায় রওয়ানা হয়ে বিভিন্ন গ্রাম ও শহরের মধ্য দিয়ে আবেরডিন-ডান্ডি হয়ে এডিনবরা পৌছে। এসময় ব্যালেটার, অ্যাবারডিনশায়ার ও বালমোরালের কাছে শোকার্তরা শবদেহবাহী গাড়িতে ও সামনের রাস্তায় ফুল নিক্ষেপ করে।
যখন এটি এডিনবার্গ শহরের কেন্দ্রের মধ্য দিয়ে চলে গেল, প্রায় ছয় ঘন্টা পরে, সেখানে জড়ো হওয়া ভিড়ের করতালির আগেই নীরবতা নেমে গেল।
শত শত মানুষ এডিনবার্গের রয়্যাল মাইলে সারিবদ্ধভাবে তাদের শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছে।
সোমবার ১৯ সেপ্টেম্বর তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত কফিনটি এডিনবারার সেন্ট জাইলস ক্যাথেড্রালে নজরদারিতে থাকবে।