রামেক হাসপাতালে করোনায় আরো ১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে ১১ জনের বয়স ৬১ বছরের উপরে।মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ১০ জনই রাজশাহীর। বাকিদের মধ্যে নাটোর ও নওগাঁর দুইজন করে এবং চাঁপাইনবাগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে মারা যান। তিনি বলেন, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ১১ জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন এবং ২১ থেকে ৩০ বছরের বয়সের একজন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৬ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৩ জন। এদিন সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৮৯ জন। আইউসিইউতে রয়েছেন ১৯ জন।তিনি বলেন, রাজশাহীতে দুইদিন বাড়ার পর ফের কমেছে করোনাভাইরাসের সংক্রমণের হার। সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৬৫৮টি নমুনা পরীক্ষায় ১৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ০৩ শতাংশ। আগের দিন রোববার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ।উল্লেখ্য, ঈদের পর থেকে রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে দুদফা বাড়িয়ে তা ৩০ জুন পর্যন্ত করা হয়। এরপর ১ জুলাই থেকে সরকারি ঘোষিত কঠোর লকডাউন চলছে।

You might also like