রায়হান হত্যা মামলাঃ ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ীতে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় আরও এক সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। মামলার অন্যতম সাক্ষী অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে জেরা করেন বাদী পক্ষের আইনজীবীরা।
১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ একিউএম নাসির উদ্দিনের আদালতে তাকে জেরা করা হয়।এ নিয়ে আলোচিত ওই মামলার ৬৯ জন সাক্ষীর মধ্যে ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী।
২০২০ সালের ১০ অক্টোবর রাতে নগরির কাষ্টঘর থেকে রায়হান আহমদকে ধরে বন্দরবাজার পুলিশ ফাঁড়ীতে নেয়া হয়।সেখানে তাকে অমানবিক নির্যাতন করে তার হাতের আঙুলের নখ উপড়ে ফেলা হয়। পরদিন সকালে তিনি মারা যান।
এ ঘটনায় রায়হানের স্ত্রী তামান্না বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এমএ ফজল চৌধুরী বলেন, মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষের দিকে। আশা করছি বিচারপ্রক্রিয়া শেষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে।

You might also like