রাশিয়ার কারাগারে পুতিনের সমালোচক বিরোধী নেতা নাভালনির মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

রাশিয়া: গত এক দশকে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি মারা গেছেন। মৃত্যুর সময় তিনি আর্কটিক সার্কেলের কারাগারে বন্দি ছিলেন।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রুশ কারা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে বিবেচনা করা হয় নাভালনিকে। বিভিন্ন রাজনৈতিক মামলায় ১৯ বছর কারাগারে ছিলেন তিনি।গত বছরের শেষের দিকে তাকে একটি আর্কটিক পেনাল কলোনিতে স্থানান্তরিত করা হয়। এটিকে বলা হয় রাশিয়ার সবচেয়ে কঠিন জেলগুলোর মধ্যে একটি।ইয়ামালো-নেনেৎস জেলার জেল কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার হাঁটার পরে তিনি ‘অসুস্থ বোধ করেছিলেন’। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।নাভালনির মৃত্যুর খবরে এখনই কোনো মন্তব্য করবেন না বলে রাশিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী লিওনিড সলোভিভ।

You might also like