রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলি, নিহত ৮

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

রাশিয়া: রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন।এতে গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। পরবর্তীকালে পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেফতার করে।রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ইউরালদের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় পারম স্টেট ইউনিভার্সিটিতে। এ সময় আতঙ্কিত লোকজনকে ভবনের জানালা দিয়ে লাফিয়ে পালাতে দেখা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুলের সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পাসে থাকা প্রত্যেককে সতর্ক করা হয়েছিল। সেখানে বলা হয়, সম্ভব হলে ক্যাম্পাস থেকে চলে যেতে হবে অথবা নিজেদেরকে একটি ঘরের মধ্যে আটকে রাখতে হবে।তদন্তকারীরা জানান, বন্দুকধারীর গুলিতে আটজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এরপর বন্দুকধারীকে আটক করে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে, হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী।উল্লেখ্য, এর আগে অসমর্থিত একাধিক প্রতিবেদনে ১৮ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম তৈমুর বেকমান সুরভ হিসেবে উল্লেখ করা হয়। যে কি-না সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উদ্দেশ্য বর্ণনা করে একটি নোটও লিখেছিলেন।সূত্র : বিবিসি নিউজ

You might also like