রাষ্ট্রপতির সঙ্গে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।রাষ্ট্রপতি নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বলেন,পিএসসি উচ্চতর নিয়োগে দেশের প্রধানতম সংস্থা।তিনি আশা প্রকাশ করেন, দেশের যোগ্য তরুণরা যাতে সরকারের বিভিন্ন পদে নিয়োগ পেতে পারে সে ব্যাপারে পিএসসি সর্বাত্মক প্রয়াস চালাবে। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে একথা জানান।রাষ্ট্রপতি বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পিএসসি সার্বিক প্রচেষ্টা চালাবে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে পিএসসির সার্বিক কার্যক্রম আরো গতিশীল হবে।পিএসসি চেয়ারম্যান দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

You might also like