রাষ্ট্রীয় সম্মাননা প্রদান বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়ের পরলোকগমন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায় পরলোকগমন করেছেন। গত বৃহস্পতিবার সকাল দশটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।ক্রীড়াসংগঠক কার্তিক রায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট নগরীর টিলাগড় গোপালটিলা এলাকার বাসিন্দা।এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টায় চালিবন্দরস্থ মহাশশ্মান ঘাটে বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়কে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান শেষে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়। রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ প্রমুখ।

You might also like