রাহাত হত্যার প্রতিবাদে সদর দক্ষিণ নাগরিক কমিটি,সিলেট’র বিবৃতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ দক্ষিণ সুরমার সর্বস্তরের জনগণের আন্দোলনের ফসল, দক্ষিণ সুরমা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাতকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।গতকাল (১৪ নভেম্বর) রোববার সংগঠনের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ সিলেট মহানগরিতে কিশোর গ্যাং-এর উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সহপাঠীর হাতে নির্মমভাবে নিহত রাহাতের ঘটনা প্রমাণ করে প্রকৃতিকন্যা সিলেটে কথিত কিশোর গ্যাং ক্রমশঃ বিস্তার লাভ করছে, যা প্রশাসনসহ সাধারণের জন্য স্বস্তির বিষয় হতে পারে না। নেতৃবৃন্দ কিশোর গ্যাং-এর উত্থানকে সমূলে উৎপাটন করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, তা না হলে অদূর ভবিষ্যতে এর পরিণতি সিলেটবাসীর জন্য শুভ হবে না। তারা বলেন, আমরা সিলেট তথা সদর দক্ষিণ এলাকার শান্তিপূর্ণ সামাজিক সহ-অবস্থানে বিশ্বাসী। ঐতিহ্যের ধারাবাহিকতায় অভিন্ন চেতনা ও সংস্কৃতি লালনকারী জনগোষ্ঠীর সামাজিক বন্ধন রক্ষার্থে কোন অবস্থাতেই এর ব্যতয় ঘটানো সহ্য করা হবে না। তারা বলেন, নিষ্ঠুর হত্যাকান্ডের শিকার রাহাতের পিতা-মাতার মতো আমরা আর কোন বাবা-মা’র কোল খালি দেখতে চাই না।

বিবৃতিতে নেতৃবৃন্দ রাহাত হত্যাকান্ডের তদন্তভার পুলিশের সিআইডি’র কাছে হস্তান্তরে সন্তোষ প্রকাশ করেন। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে রাহাত হত্যার ঘৃণ্য ষড়যন্ত্র ও ন্যাক্কারজনক হত্যাকান্ডে জড়িতদের মধ্যে থেকে এখনও যারা গ্রেফতার হয়নি, তাদের দ্রুত গ্রেফতার এবং ন্যায়বিচার নিশ্চিত করে দূর্বৃত্তদের কঠোর শাস্তি প্রদানের জোর দাবি জানান।‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট-এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির পক্ষে বিবৃতি দিয়েছেন আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব গোলাম হাফিজ লোহিত, আলহাজ্ব আব্দুল মতিন, নুরুল ইসলাম আলম, চঞ্চল মাহমুদ ফুলর, মোহাম্মদ আজম খান, হাজী জয়নাল আহমদ, খন্দকার মহসিন কামরান, গোলাম হাদী ছয়ফুল, আলহাজ্ব আব্দুল আহাদ, আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব ফরিদুর রহমান, সাহাদ উদ্দিন দুলাল, জাহাঙ্গীর খান, অধ্যাপক জিল্লুর রহমান শোয়েব, শেখ লায়েক মিয়া, দিলওয়ার হোসেন রানা, ছয়েফ খান, আলহাজ্ব গোলজার আহমদ, চম্পক সরকার, নজরুল হোসেন, নুরুল ইসলাম সুমন, লাহিন আহমদ রুয়েল, আব্দুল গফফার, মোহাম্মদ হোসেন মিনহাজ, সাবিহা মাহমুদ লীনা, অরিন্দম দাস হাবলু ও আব্দুল বাছিত।

You might also like