রিজভীর ক্রিটিক্যাল অবস্থা উন্নতির দিকে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজডএম জাহিদ হোসেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ডা. জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসক টিম রিজভী আহমেদের সবশেষ শারীরিক পরীক্ষা করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব খুব দ্রুতই পুরোপুরি আরোগ্য লাভ করবেন বলে আশাবাদী ডা. জাহিদ।

গত মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানান। ল্যাবএইড হাসপাতালের অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে রিজভীর চিকিৎসা হচ্ছে।

You might also like