রেডজোন এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে আ.লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন
নিউজ ডেস্ক
সত্যবাণী
সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে রেডজোন এলাকায় কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে আওয়ামী লীগের ব্যানারে পালিত হয়েছে দলটির প্রতিষ্টাবার্ষিকী।সরকারী দল সরকারের নির্দেশনা উপেক্ষা করে এ কাজ করায় স্যোশ্যাল মিডিয়া ব্যাপক সমালোচনার ঝড় বইছে। গত ২৩ জুন এমন কাণ্ড ঘটেছে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে।
জানা যায়, গত ২৩ জুন উপমহাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্টাবার্ষিকী ছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে দলটির সবধরনের সভা সমাবেশ বাতিল করা হয়েছে। দলটির প্রতিষ্টাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্টান পর্যন্ত বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয়ভাবে কিংবা জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত করোনার কারণে প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়নি। প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলটির পক্ষ থেকে বার বার তাগিদ দেওয়া হচ্ছে।ইতোমধ্যে জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নকে রেডজোন চিহ্নিত করে লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। সেখানে সাধারণ ছুটি পর্যন্ত ঘোষনা করা হয়েছে, যেন সাধারণ মানুষ ঘরে অবস্থান করে। অথচ কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে আওয়ামী লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতা। এনিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
চলমান ক্রান্তিলগ্নে এভাবে প্রতিষ্টাবার্ষিকী পালন করা ভুল ছিল স্বীকার করে আয়োজনকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফ কামালী বলেন, বাচ্চা ছেলেরা হটাৎ একটি কেক এনে আমাদেরকে অনুরোধ করলে আমরা তাদের অনুরোধ ফেলতে পারিনি। তবে চলমান ক্রান্তিলগ্নে এমন কাজ যুক্তিযুক্ত হয়নি।সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবের কামালী বলেন, আমরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ বিষয়ে অবগত নই। তবে শুনেছি এরকম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। আমরা দলের নেতাদের সাথে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেব।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া বলেন, এ বিষয়ে আমি অবগত নই, তবে এখন শুনলাম। বর্তমান ক্রান্তিলগ্নে স্বাস্থ্যবিধি না মেনে এরকম অনুষ্টানের আয়োজন করা ঠিক হয়নি। এবিষয়ে আলোচনা করে দলীয়ভাবে আমরা ব্যবস্থা নেব।জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, মহামারি করোনাভাইরাসের এই সময়ে সরকারি নির্দেশনা না মেনে দলীয় এমন কর্মকাণ্ড কাম্য নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, আওয়ামী লীগ বর্তমান সরকারি দল। আর এই দলের কর্মীরা যদি সরকারি নির্দেশনা না মানেন তাহলে বলার আর কিছু থাকে না। এটা কাম্য নয়।