রোহিঙ্গা প্রত্যাবাসন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে আশাবাদী বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে সতর্ক আশাবাদী বাংলাদেশ।মঙ্গলবার (১৯ জানুয়ারি) রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমার ও চীনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ আশার কথা জানান।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রত্যাবাসনের ক্ষেত্র তৈরি করতে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও মিয়ানমার একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক করবে। এছাড়া প্রত্যাবাসন সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে দুই দেশ কাজ করবে।ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি বলবো, আমরা সতর্কভাবে আশাবাদী। আমরা সর্বাত্নক চেষ্টা করবো।তিনি বলেন, এবারের প্রত্যাবাসন উদ্যোগে যাতে সফল হওয়া যায় সেজন্য তারা অতীতের দু’টো ব্যর্থ উদ্যোগ থেকে শিক্ষা নিতে চান।

You might also like