লকডাউনের পর প্রথমবারের মত প্রকাশ্যে ব্রিটিশ রাণী
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ করোনাভাইরাসের কারনে গত ২৩ মার্চ থেকে ব্রিটেন লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউন জারির পর প্রথমবারের মত প্রকাশে বের হয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। উইন্ডসর ক্যাসেলে ঘোড়ায় চড়ছেন এমন একটি ছবি প্রকাশ করা হয়েছে বিবিসিতে।
৯৪ বছর বয়সী রাণীর ছবি তুলা হয়েছে ১৪ বছর বয়সী গোড়া ফেল ফনির উপর রবিবার। তিনি নিয়মিত উইন্ডসর ক্যাসলের গ্রাউন্ডে ঘোড়ায় চড়েন। এটি তার প্রিয় একটি জায়গা।রানী এই ক্যাসলে তার স্বামী ৯৮ বছর বয়সী ডিউক অফ এডিনবরা এবং স্বল্প সংখ্যা কর্মীচারীদের নিয়ে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।গত ১৯ মার্চ বাকিংহাম প্যালেসে রাণীর সর্বশেষ ছবি প্রকাশিত হয়েছিল। ব্রিটেনের রাজা রানী হচ্ছে অত্যন্ত ঘোড়া প্রেমী এবং ঘোড় দৌড়ের উদ্যোক্তা।সপ্তাহের শেষে রাণী মাথায় রঙিন স্কার্ফ, একটি ট্যুইড জ্যাকেট, সাদা গ্লাভস এবং জুতা পরিহিত অবস্থায় এই ছবিগুলো তুলা হয়।আরেক ছবিতে রাণীর দুই পোষ্য কুকুর ক্যান্ডি এবং ভলকানকে গাড়ির জানালা দিয়ে তার পাশে দেখা যায়।