লকডাউন আইন ভঙ্গ করেছেন বরিসের উপদেষ্ঠা: পুলিশ তদন্ত রিপোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপদেষ্ঠা ডমিনিক কামিংস লকডাউন আইন ভঙ্গ করেছেন।
লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রীর এই সিনিয়র উপদেষ্ঠার সাম্প্রতিক লংড্রাইভ নিয়ে তীব্র বিতর্কের এক পর্যায়ে ডারহাম পুলিশ তাদের তদন্তের উপসংহারে এই সিদ্ধান্তে পৌছেছে বৃহস্পতিবার। তদন্ত উপসংহারে বলা হয়, বরিস জনসনের উপদেষ্ঠা ডমিনিক কামিংস লংড্রাইভে গিয়ে লকডাউন আইনের ছোটখাটো লঙ্ঘন করেছেন।

মি. কামিংস গত ইষ্টার সানডেতে ৫০ মাইল ড্রাইভ করে বার্নার্ড ক্যাসেলে গেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা লকডাউন আইন ভঙ্গ করেছেন বলে বিতর্কের সৃষ্টি হয়। মি: কামিংস অবশ্য তাঁর বিরুদ্ধে উত্তাপিত এই অভিযোগ অস্বীকার বলে বলেন, করোনা ভাইরাস থেকে সেরে উঠার পর ভাইরাস সম্পৃক্ত চোখের সমস্যা চেক করার জন্য স্ত্রী ও চার বছর বয়সী ছেলেকে নিয়ে তিনি ঐ ড্রাইভে গিয়েছিলেন। স্বেচ্ছা বিচ্ছিন্ন মা-বাবাকে দেখতে লন্ডন-ডারহাম ২৬০ মাইলের ঐ লং ড্রাইভ ছিলো ‘আইনগত ও যৌক্তিক’- এমন মন্তব্য ছিলো ডমিনিকের।
উল্লেখ্য, লকডাউন আইন ভঙ্গ করায় এ পর্যন্ত ১৩৭ জনকে জরিমানা করলেও প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার বিরুদ্ধে আর কোন ব্যবস্থায় যাবে না বলেও জানায় পুলিশ।

You might also like